স্পোর্টস ডেস্ক : খেলাধুলার বিজয় কিংবা রাজনৈতিক কর্মসূচি যাই থাকুক না কেন- রাস্তা বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা আমাদের দেশের চিরচেনা দৃশ্য। কিন্তু এই জায়গাতেই অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করল জাপানি সমর্থকেরা। ম্যাচ শেষ হওয়ার পরে গ্যালারি পরিষ্কার করে জাপানিরা কাতারের স্টেডিয়াম ছেড়েছিলেন। তাদের খেলোয়াড়েরাও ড্রেসিংরুম পরিস্কার করে বের হয়েছেন।
শুধু পরিচ্ছন্নতাই নয়, টোকিওর রাস্তায় দেখা গেল অন্য একদৃশ্য।
গতকাল বুধবার জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে এশিয়ার দেশ জাপান। সেই জয়ের পর টোকিওতে শিবুয়া ক্রসিংয়ে জড়ো হয়েছিলেন জাপানি সমর্থকেরা। সোশ্যাল সাইটে প্রকাশিত এক ভিডিও তে দেখা গেছে, প্রথমে সবাই রাস্তার ধারে ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন। ট্রাফিক সিগন্যাল লাল হওয়ার পরে রাস্তায় নেমে তারা আনন্দ উল্লাস শুরু করেন। আবার যেই সিগন্যাল সবুজ হচ্ছে, সাথে সাথে তারা ফুটপাথে উঠে পড়ছেন। যাতে রাস্তা বন্ধ হয়ে না যায়।
এভাবেই বেশ কিছুক্ষণ ধরে উল্লাস করতে দেখা যায় জাপানি সমর্থকদের। নিজেদের আনন্দের জন্য রাস্তায় যাতে যানজট না লাগে, পথচারীদের কোনো অসুবিধা না হয়- সেদিকে তারা সতর্ক দৃষ্টি রেখেছিলেন। জাপানের সমর্থকদের এই মানসিকতার প্রশংসা করেছেন সবাই। যেখানে এক দলের সমর্থকরা অন্য দলের সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়াচ্ছেন, সেখানে সভ্যতার নতুন নিদর্শন তৈরি করছেন জাপানের সমর্থকরা।
#JPN fans are so courteous that their public street celebrations after beating #GER are only conducted when the traffic lights are red. pic.twitter.com/hJliG21m4E
— Colin Millar (@Millar_Colin) November 23, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।