রাস্তায় তরুণীকে থাপ্পড়, ছুটে গেলেন নায়ক (ভিডিও)

বিনোদন ডেস্ক : ব্যস্ত রাস্তায় কথা-কাটাকাটির এক পর্যায়ে তরুণীকে থাপ্পড় মারেন এক যুবক। এ দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে আসেন ভারতের তেলেগু সিনেমার অভিনেতা নাগা সুরিয়া। কিন্তু ওই যুবক ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তার হাত চেপে ধরেন তিনি। এরপর শুরু হয় বাগবিতণ্ডা।

এ সময় যুবককে উদ্দেশ্য করে পর্দার নায়ক নাগা সুরিয়া বলেন, ‘এই রাস্তার মাঝে কেন মেয়েটি থাপ্পড় মারলেন? হতে পারে মেয়েটি আপনার প্রেমিকা কিংবা অন্য কিছু। তারপরও আপনি তার সঙ্গে এমন খারাপ আচরণ করতে পারেন না। আপনি মেয়েটির কাছে সরি বলুন।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

এটি কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবে এমন ঘটনার মুখোমুখি হয়েছেন নাগা সুরিয়া। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার (১ মার্চ) হায়দরাবাদের ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটেছে। চোখের সামনে এমন দৃশ্য দেখার পর গাড়ি থেকে নেমে ওই যুবককে ক্ষমা চাইতে বলেন নাগা সুরিয়া।

২০১১ সালে তেলেগু ভাষার ‘ক্রিকেট গার্লস অ্যান্ড বিয়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন নাগা সুরিয়া। তিন বছর বিরতি নিয়ে ‘চান্ডামামা কাতালু’ সিনেমায় অভিনয় করেন তিনি। সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

এরপর আর পেছনে তাকাতে হয়নি নাগা সুরিয়াকে। তেলেগু সিনেমার প্রথম সারির নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো, ‘ওহালু গুসাগুসালে’, ‘চলো’, ‘ও বেবি’, ‘অশ্বথাম’ প্রভৃতি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন