আন্তর্জাতিক ডেস্ক : রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে রয়েছে দু’টাকা, পাঁচ টাকার চকচকে সব কয়েন। পাশেই পড়ে আছে দু’টি কয়েন ভর্তি ব্যাগ। সাতসকালে রাস্তায় টাকা পড়ে থাকার এই খবর পেয়ে আশেপাশের বাসিন্দারা ছুটে এসেছেন রাস্তায়। সেখান থেকে কয়েন কুড়িয়ে নিজের পকেটে রাখছেন তারা। এই দৃশ্য দেখে দুর্ঘটনার আশঙ্কায় থেমে যায় ওই রাস্তায় চলাচল করা সব যানবাহন। ফলে তৈরি হয় ভয়াবহ যানজট।
ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উনসানি আন্ডারপাসে। পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, এদিন সকাল সাড়ে ৬টার দিকে কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের ছাদ থেকে দু’টি বস্তা রাস্তায় পড়ে যায়। যার একটি বস্তা ফেটে শতাধিক কয়েন রাস্তায় ছড়িয়ে পড়ে। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে রাস্তার পাশের বস্তি থেকে লোকজন ছুটে ওই কয়েন কুড়াতে শুরু করেন। যার ফলে তৈরি হয় বিপত্তি।
এ দিকে, যান চলাচল বন্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ট্র্যাফিক পুলিশ। কয়েন কুড়োতে আসা বস্তিবাসীদের রাস্তা থেকে পড়ে থাকা কয়েন ও কয়েন-ভর্তি অন্য বস্তাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোর্শেদ আলম সর্দার গণমাধ্যমকে বললেন, ‘নামাজ পড়ে ফেরার সময় আমরা অনেকেই ওই ঘটনা দেখতে পাই। কিন্তু কীভাবে এতো কয়েন রাস্তায় পড়ল, তা বুঝতে পারিনি। পরে জানলাম, বাসের ছাদ থেকে পড়েছে।’
পুলিশ বলছে, যে বাসের ছাদ থেকে ওই কয়েনের বস্তাগুলো পড়েছে, সেটি চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। বস্তা দু’টি পড়ে যাওয়া সত্ত্বেও কেন বাস থামিয়ে সেগুলো তোলা হল না, তাও খতিয়ে দেখা হবে। হাওড়া সিটি পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ঠিক কত টাকার কয়েন রয়েছে, তা গুনে দেখা হয়নি। বস্তাগুলো রেখে দেয়া হয়েছে। কোনও দাবিদার এলে তাকে প্রমাণ করতে হবে যে, ওই কয়েনের বস্তা দু’টি তারই।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।