রাস্তায় বসে সবজি বিক্রি করছেন অভিনেত্রী!

অভিনেত্রী

বিনোদন ডেস্ক: কী হল অভিনেত্রী আদা শর্মার? এভাবে রাস্তায় বসে তিনি কী করছেন? নোংরা শাড়ি পরে, হত দরিদ্র অবস্থা আদার৷ চোখে মুখে হতাশার ছাপ৷ তাহলে কি তাঁরও অবস্থা অন্যান্য অনেক মডেল-অভিনেত্রীর মতো যাদের অবস্থা খুব খারাপ হয় একসময়৷

না এমন অবস্থা নয়, বিদ্যুত জামওয়ালের সাথে কাজ করছেন অভিনেত্রী আদা শর্মা৷ তাঁর সর্বশেষ ফটোশ্যুট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর এই ছবিটা সেই শ্যুটিং-এর৷। নোংরা শাড়ি পরে তাকে রাস্তায় সবজি বিক্রি করতে দেখা যাচ্ছে।

এই ছবি আদা শর্মা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শেয়ার করার পাশাপাশি তিনি লিখেছেন, ‘সবজির দাম বেড়েছে শুনেছি’!
অভিনেত্রী
ছবিগুলোতে অভিনেত্রীর লুক (Adah Sharma new look) খুব পছন্দ হয়েছে সকলের। এছাড়াও আদা শর্মা তার অন্য পোশাকের ছবিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তিনি পাতার ডিজাইনের পোশাক পরে পোজ দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সাম্প্রতিক ফটোগুলিতে (Adah Sharma Photoshoot) নতুন লুকে ধরা দিয়েছেন আদা। এতে তাঁকে চেনাও কঠিন হয়ে পড়ছে। তার এই ছবি প্রায় দুই লাখ লাইক পেয়েছে ইতিমধ্যেই।

আদা শর্মার ছবি নিয়ে অনেক তারকাও মন্তব্য করেছেন।

অভিনেত্রী আদা শর্মা ১৬ বছর বয়স থেকে কাজ শুরু করেছেন। বিক্রম ভাটের ছবি ‘1920’-এ তাঁকে বেশ পছন্দ হয় সকলের।

একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী জানিয়েছিলেন যে অনেক ছবিতে অডিশন দেওয়ার পরেও তাঁকে প্রত্যাখ্যান করা হয়। কারণ কোঁকড়া চুলে তাকে খুব কম বয়সী দেখাত। তবে তিনি খুবই আকর্ষণীয়৷ পরবর্তীতে তিনি খুবই সফল অভিনেতা হিসেবে৷

সূত্র: নিউজ ১৮

আবেদনময়ী রূপে ফের আইটেম গানে সামান্থা!