জুমবাংলা ডেস্ক : মেয়েকে ধর্ষণ এবং তার আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার দাবিতে একাই রাস্তায় দাঁড়িয়েছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সেলিম হোসেন। বুধবার হাতে একটি ব্যানার নিয়ে তার দাঁড়িয়ে থাকার এ দৃশ্য দৃষ্টি কেড়েছে সচেতন মানুষের। তার পাশে দাঁড়িয়েছেন এখন অনেকেই।
বৃহস্পতিবার সেলিমের মেয়ের ধর্ষণ এবং আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার দাবিতে রাজশাহী মহানগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। দুপুরে নগরীর সাহেববাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতি ছিলেন কলামিস্ট প্রসান্ত সাহা।
বক্তব্য দেন- সেলিম হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি, মহিলা পরিষদের জেলা সম্পাদক অঞ্জনা সরকার, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন, জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন মিন্টু এবং অঙ্কুর মহিলা সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারিনা সুলতানা।
কর্মসূচি থেকে প্রধান আসামি এখলাস আলী ও তার বাবা আবুল কাশেমকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে এ দাবিতে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। আসামি এখলাস আলী সেলিম হোসেনের জামাতা। এখলাস তার শ্যালিকা ইভা খাতুনকে ধর্ষণ করেন।
অপমানে গত ৯ এপ্রিল পুঠিয়ার রামজীবনপুর গ্রামে নিজের বাড়িতে সে আত্মহত্যা করে। এরপর ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা হয়। কিন্তু দুই মাসেও আসামি এখলাস গ্রেপ্তার না হওয়ায় বুধবার ইভার বাবা সেলিম হোসেন পুঠিয়া উপজেলা সদরে একাই একটি ব্যানার নিয়ে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এটি দৃষ্টি কাড়ে সচেতন মহলের।
এর পরদিনই তারা নগরীতে মানববন্ধন এবং স্মারকলিপি দিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তারের দাবি জানালেন। মামলাটিতে এখলাসের মা এবং বাবাও আসামি রয়েছেন।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।