এক রিকশাচালকের আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় স্থানীয়দের মাঝে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। ওই রিকশাচালক করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, মৃত্যুর পর করোনা আতঙ্কে তার লাশের পাশে যায়নি কেউ। প্রায় ৩ ঘণ্টা পড়ে ছিল লাশটি। পরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা গিয়ে লাশটি উদ্ধার করেন। পরিবারের দাবি করোনায় নয়, উচ্চ রক্তচাপের কারণে মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিশ্বরোড এলাকায় হঠাৎ করেই ওই রিকশাচালকের শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়। এরপরই ওই এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্ক থেকে প্রায় তিন ঘণ্টা কেউ লাশের কাছে যায়নি। তার বয়স পঞ্চাশের বেশি, তার বাড়ি সদর উপজেলার বারঘোরিয়া এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য বিভাগের একটি দল সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। করোনা শনাক্তে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। যেহেতু এখন করোনা মহামারি চলছে, সেহেতু বিশেষ ব্যবস্থায় তার দাফন করা হবে।’
তবে ওই রিকশাচালকের ছেলে বলেন, ‘উচ্চ রক্তচাপ ছাড়া বাবার অন্যকোনও অসুখ ছিল না। এর জন্য নিয়মিত তিনি ওষুধ খেতেন। এমনকি করোনারও কোনও উপসর্গ ছিল না। উচ্চ রক্তচাপের কারণে অনেক দিন তাকে রিকশা চালাতে নিষেধ করা হয়। তবুও প্রায় সে রিকশা নিয়ে বেরিয়ে পড়তেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।