বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা বিদেশের রাস্তায় হঠাৎ তুমুল নাচ শুরু করেন। রাস্তায় জিন্স ও টপ পড়ে তেড়ে নেচে চলেছেন তিনি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। সেদিকে আগ্রহ নেই অনুষ্কার। হেঁটে যাওয়া মানুষের মাঝেই নাচতে শুরু করলেন তিনি। এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ভিডিওটি শেয়ার করা সাথে সাথে সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অনুষ্কা শর্মা প্রযোজিত ‘বুলবুল’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই ছবিতে টলিউডের পাওলি দাম ও পরমব্রত চট্টোপাধ্যায়ও অভিনয় করেছেন। ‘বুলবুল’ দর্শকের প্রশংসাও পেয়েছে।
ভারতীয় এ অভিনেত্রীর আরেকটি পরিচয় রয়েছে। তিনি হলেন ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। করোনার জন্য তারা প্রায় তিন মাসের বেশি সময় রয়েছেন বাড়িতেই। বিরাটের সঙ্গে এত লম্বা সময় কাটানোর সুযোগ তিনি এর আগে পাননি। এ কথা অনুষ্কাই জানিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।