স্পোর্টস ডেস্ক: আগরওয়ালারে সেঞ্চুরি, রাহানের ফিফটিতে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনেই বড় লিড নিয়ে ফেলেছে ভারত। আগারওয়াল-রাহানের কাছে বাংলাদেশের অন্য বোলাররা যখন হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই রাহানেকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নিলেন আবু জায়েদ রাহি। ব্যক্তিগত ৮৬ রানে রাহির বলে তাইজুলের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন রাহানে।
Advertisement
এই প্রতিবেদন লেখার আগ পযর্ন্ত দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৫৯ রান সংগ্রহ করেছে ভারত। সফরকারী বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে গেছে ২০৯ রানে।
এর আগে ইন্দোরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক ভারত। বাংলাদেশ থেকে ৬৪ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।