আন্তর্জাতিক ডেস্ক : আরিয়ানের কাছে থেকে উদ্ধার হয়নি মাদকদ্রব্য, তবুও আইনের বেড়াজালে প্রায় এক মাস জেলবন্দি ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। দিপাবলির আগেই জামিনে ছাড়া পেয়ে ঘরে ফিরেছেন শাহরুখ পুত্র। এই কঠিন সময়ে অনেকেই শাহরুখ-গৌরীর সমালোচনায় মুখর হয়েছেন। তারকা সঠিকভাবে মানুষ করতে পারেননি ছেলেকে, এমন কটাক্ষে বিদ্ধ হতে হয়েছে শাহরুখ খানকে। তবে অনেকেই সরাসরি শাহরুখের সমর্থনে মুখ খুললেন।
এবার জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কঠিন সময়ে খান পরিবারের পাশে থাকবার বার্তা দিয়েছেন এক চিঠিতে। গত ১৪ই অক্টোবর রাহুল গান্ধীর লেখা ওই চিঠি মান্নাতে পৌঁছায়, জানাচ্ছে শাহরুখের এক ঘনিষ্ঠ সূত্র। সেই সময় আর্থার রোড জেলে বন্দি ছিলেন আরিয়ান। রাহুলের বার্তা, ‘সত্য বেশিদিন চাপা থাকে না তা প্রকাশ্যে আসবেই’।
রাহুল আরও লেখেন, ‘আমি জানি আপনি খুব দরদীমানুষ এবং নিজের মাহাত্ম্যে সারা দেশে আপনার নাম-যশ ছড়িয়ে রয়েছে। সেইজন্যই সকলে আপনার পাশে রয়েছে’। যদিও এই চিঠির ব্যাপারে প্রকাশ্যে কিছু মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। তাঁর কথায়, ‘এই সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই। যদি এই ধরণের কোনও চিঠি রাহুলজি পাঠিয়েও থাকেন সেটি একান্ত ব্যক্তিগত পরিসরে এবং সেটি গোপন থাকাই কাম্য’।
২২ দিন আর্থার রোড জেলে কাটানোর পর গত শনিবার মান্নাতে ফিরেছেন আরিয়ান। ম্যাজিস্ট্রেট কোর্ট ও সেশন কোর্ট মাদককাণ্ডে আরিয়ানের জামিনের আর্জি খারিজ করেছিল। বম্বে হাইকোর্টে স্বস্তি পেয়েছেন তারকা পুত্র। ২৮শে অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করে। হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।