বিনোদন ডেস্ক : গত বছরের মাঝামাঝি থেকেই গুঞ্জনটি উড়ছে— ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী আথিয়া শেঠি। তবে বিষয়টি নিয়ে তাদের কেউ-ই এখনো সরাসরি কথা বলেননি।
তবে আজ শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন আথিয়া। এতে ভক্তদের বুঝতে বাকি নেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। পোস্টে রাহুলের সঙ্গে একটি হাস্যজ্জ্বল ছবি পোস্ট করেছেন আথিয়া। এর ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার মানুষ।’ অনেকে ধারণা করছেন— প্রেমের সম্পর্কের কথা স্বীকার করতেই পোস্টটি করেছেন অভিনেতা সুনীল শেঠি মেয়ে আথিয়া।
জানা যায়, গত বছরের ফেব্রুয়ারির দিকে তাদের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই এ দুজনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় জুনে।
এরপর গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। ছবির ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন, ‘হ্যালো, দেবী প্রসাদ?’ এটি সুনীল শেঠি অভিনীত হেরা ফেরি সিনেমার জনপ্রিয় একটি সংলাপ। এখানেই শেষ নয়, ছবির নিচে মন্তব্যও করেছেন সুনীল শেঠি। দুয়ে দুয়ে চার মিলিয়ে প্রেমের গুঞ্জন আরো জোরাল হতে থাকে।
এছাড়া মেয়ের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে সুনীল শেঠি বলেন, ‘আমরা সন্তানদের পাশাপাশি তারা যাদের সঙ্গে প্রেম করছে তাদেরও পছন্দ করি। তাদের অনেক ভালোবাসি। আমি মনে করি, কাজের চেয়ে জীবনে সুখী থাকাটাই এখন অনেক বেশি জরুরি। কারণ এটিই দিন দিন হারিয়ে যাচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



