আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৬৭ মিলিয়ন ডলার বেড়েছে। যদিও এখনও তা উদ্বেগজনক স্তরে রয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে চলতি বছরের ১২ আগস্ট পর্যন্ত স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) রিজার্ভ দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ডলারের প্রবাহ নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির নীতি-নির্ধারকরা। সেই সঙ্গে দেশের অর্থনীতির দম ফেরাতে কাজ করে যাচ্ছেন তারা। মূলত এ দুই কারণে এসবিপি রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে এসবিপি জানিয়েছে, সবমিলিয়ে বর্তমানে পাকিস্তানের রিজার্ভের পরিমাণ ১৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২২ সালের ১২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে এসবিপির রিজার্ভ বেড়েছে ৬৭ মিলিয়ন ডলার। সেটা ৭৮৯৭ দশমিক ৩ মিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে।
পাকিস্তান ব্যাপক রিজার্ভ সংকটে রয়েছে। পরিপ্রেক্ষিতে আমদানি ব্যয় মেটাতে ডলার প্রবাহ নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।
ইতোমধ্যে যার তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানের মুদ্রায়। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে গত জুলাইয়ে পাকিস্তানি রুপির ব্যাপক অবমূল্যায়ন হয়। দেশটির ইতিহাসে মাসিক ভিত্তিতে গত ৫০ বছরে সর্বনিম্ন দরপতন ঘটে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চায় পাকিস্তান। এজন্য বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীর একাধিক শর্তও পূরণ করে দেশটি। এরই মধ্যে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার সংগ্রহ করে তারা।
এছাড়া পাকিস্তানের শিল্প ও অর্থনৈতিক খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরবও। এতে আইএমএফের কাছ থেকে অর্থছাড়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলশ্রুতিতে রুপির মানও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে।
বেঙ্গালুরুতে মুসলিম মহিলাকে বাড়ি ভাড়া দিতে আপত্তি, অভিযোগে তোলপাড় দেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।