স্পোর্টস ডেস্ক: লা লিগায় মঙ্গলবার রাতে জিরোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। হেরেছে ৪-২ গোলে। স্প্যানিশ জায়ান্টদের পরাস্ত করার নায়ক ২৪ বর্ষী এক আর্জেন্টাইন। নাম টাটি কাস্তেয়ানোস। আলবিসেলেস্তে ফরোয়ার্ড একাই ধসিয়ে দিয়েছেন রিয়াল রক্ষণ। জিরোনার চার গোলের ৪টিই করেছেন কাস্তি।
জিরোনার ঘরের মাঠে ৪ গোল করে রেকর্ডও গড়েছেন কাস্তেয়ানোস। সব প্রতিযোগিতা মিলিয়ে দশম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৩ সালে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন রবার্ট লেভান্ডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে মাদ্রিদিস্তাদের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটি এফসি থেকে গতবছরের জুলাইয়ে ধারে জিরোনাতে আসেন কাস্তেয়ানোস। এপর্যন্ত লা লিগায় খেলেছেন ২৯ ম্যাচ। গোল করেছেন ১১টি। কোপা ডেল রে-তে খেলেছেন ২ ম্যাচ, গোল ১টি।
১৯৯৮ সালের ৩ অক্টোবর আর্জেন্টিনার মেনডোজা শহরে জন্ম কাস্তেয়ানোসের। বেড়ে ওঠা সেখানেই। পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু ‘ক্লাব ইউনিভার্সিদাদ ডে চিলি’র হয়ে, ২০১৭ সালের শীতকালীন মৌসুমে। সেবছর গ্রীষ্ম মৌসুমে উরুগুইয়ান ক্লাব ‘মন্টেভিডিও সিটি টর্কে’ পাড়ি জমান ধারে। ওই মৌসুমে ১২ ম্যাচে ২ গোল করেছিলেন।
২০১৮ সালের জুনে লোন শেষ হলে ১ লক্ষ ৫০ হাজার ইউরোয় তাকে কিনে নেয় ‘মন্টেভিডিও সিটি টর্ক’। পরের মাসে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ‘নিউইয়র্ক সিটি এফসি’তে ধারে পাঠায় সিটি টর্ক। ওই মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৪ গোল করেন কাস্তেয়ানোস।
ডিসেম্বরে ধার শেষ হলে ২০১৯ সালের জানুয়ারিতে ৪ লক্ষ ইউরোয় কাস্তেয়ানোসকে কিনে নেয় নিউইয়র্ক সিটি। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১১ গোল করেন এ আর্জেন্টাইন। ২০১৯-২০ মৌসুমে নিউইয়র্ক সিটির জার্সিতে খেলেন ২৯ ম্যাচ। গোল করেন ৭টি।
নিউইয়র্ক সিটি এফসিতে কাস্তেয়ানোসের সোনালি সময় ছিল ২০২০-২১ মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৩৬ ম্যাচ। গোল করেন ২৩টি। ২০২১-২২ মৌসুমেও ছিলেন ফর্মের তুঙ্গে। ২৫ ম্যাচে ১৭ গোল করেন আমেরিকান ফুটবলের সব প্রতিযোগিতা মিলিয়ে।
২০২২ সালে গ্রীষ্মকালীন মৌসুমে স্প্যানিশ ক্লাব জিরোনাতে কাস্তেয়ানোসকে ধারে পাঠায় নিউ ইয়র্ক সিটি এফসি। ২০২২-২৩ মৌসুমে এখন অবধি ৩১ ম্যাচ খেলেছেন কাস্তেয়ানোস। গোল করেছেন ১২টি।
২০২০ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৬ ম্যাচ খেলেছেন কাস্তেয়ানোস। দেশের হয়ে গোলের দেখা পাননি এখনও।
আজও একাদশের বাইরে লিটন, বেঙ্গালুরুর বিপক্ষে ব্যাটিংয়ে কলকাতা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।