স্পোর্টস ডেস্ক : টানা তিন ম্যাচ পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের একাদশে জায়গা পেয়েই আলো ছড়িয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। করাচি কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। ২২ বছর বয়সী এই স্পিনার ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন।
প্রথম ওভারে করাচির ব্যাটার জেমস ভিন্সকে আউট করে দারুণ শুরু করেন রিশাদ হোসেন। ওই ওভারে মাত্র ৭ রান দেন তিনি। তবে দ্বিতীয় ওভারে কিছুটা খরুচে হয়ে পড়েন রিশাদ। সাদ বেগ এক চার ও এক ছক্কা মারেন তার ওভারে, তুলে নেন ১৩ রান। শেষ ওভারে রিশাদ দেন ৮ রান, উইকেট না পেলেও রান চেপে ধরেন।
পিএসএলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি রিশাদ হোসেন
এই ম্যাচে একটি উইকেট শিকার করেই পিএসএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান রিশাদ হোসেন। তিনি ছাড়িয়ে যান সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহকে।
ম্যাচে লাহোর কালান্দার্স ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলে। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে করাচির লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। করাচি সেই লক্ষ্যে পৌঁছে যায় ৩ বল বাকি থাকতে।
শেষ ওভারেও চমক দেখান রিশাদ
রিশাদ হোসেনের কোটা শেষ হওয়ার পর করাচির প্রয়োজন ছিল ৪ ওভারে ৫৮ রান। ইরফান খানের ব্যাটিং তাণ্ডবে করাচি সহজেই জয় তুলে নেয়। ইরফান ২১ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৪৮ রানে অপরাজিত থাকেন।
অন্যদিকে, ব্যাট হাতে এক বল খেলে কোনো রান করতে পারেননি রিশাদ হোসেন। যদিও ব্যাটিং পারফরম্যান্স তেমন কিছু ছিল না, তবে বল হাতে নিজের যোগ্যতা প্রমাণ করে দেন তিনি।
আরও পড়ুন: নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা
করাচি কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল হাতে ফিরেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। তিন ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে তিনি এখন পিএসএলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। যদিও তার দল লাহোর কালান্দার্স হেরেছে, তবুও ব্যক্তিগত অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছেছেন রিশাদ হোসেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.