বিনোদন ডেস্ক : ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি রিয়াজ ও পূর্ণিমা। জুটি বেঁধে তারা ‘এ জীবন তোমার আমার’, ‘জামাই শ্বশুর’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’, ‘টাকা’, ‘কে আমি’, ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিগুলো উপহার দিয়েছেন।
তবে কোনো এক অজানা কারণে ২০০৯ সালের পর থেকে তাদের একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি। সম্প্রতি গুঞ্জন ওঠে, অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে ফের এক হতে চলেছেন রিয়াজ-পূর্ণিমা। কাজ করবেন একসঙ্গে। ছবির নাম ‘যোদ্ধা’। যেটি পরিচালনা করবেন এস এ হক অলিক।
এই পরিচালকের নির্দেশনায় এর আগে ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ এবং ২০০৮ সালে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবি দুটিতে অভিনয় করেছেন রিয়াজ-পূর্ণিমা জুটি। দুটিই ছিল সুপারহিট। সেই পরিচালকের হাত ধরেই ফের তারা পর্দায় ফিরছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবরও ছেপেছিল।
কিন্তু এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি জানান, নির্মাতা অলিকের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। কিন্তু সেটা ‘যোদ্ধা’ ছবি নিয়ে নয়। ঈদের একটি নাটকে অভিনয় প্রসঙ্গে। যে ছবি নিয়ে কথাই হয়নি, সেটা নিয়ে আগেই কিছু বলার প্রয়োজনবোধও করছেন অভিনেত্রী।
পূর্ণিমার কথায়, ‘অলিক ভাই দারুণ একজন নির্মাতা। আমার সঙ্গে তো ‘যোদ্ধা’ নামে কোনো ছবি নিয়ে তার কথাই হয়নি। হয়েছে ঈদের একটি নাটক নিয়ে। যে ছবি নিয়ে কথাই হয়নি সেই ছবি নিয়ে তো আমি কোনো কথাই বলতে পারি না।’
জানা গেছে, ‘যোদ্ধা’ সরকারি অনুদানপ্রাপ্ত ছবি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটি নির্মাণ করবেন এস এ হক অলিক। এ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এই ছবিতে পূর্ণিমা নেই- এটাই আপাতত খবর। রিয়াজও আছেন কিনা, তাও নিশ্চিত নয়।
যদিও ২০২০ সালের জুলাইয়ে এ ছবির ঘোষণা দেওয়ার সময় রিয়াজ-পূর্ণিমাকেই নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন নির্মাতা অলিক।
তিনি বলেছিলেন, ‘আমার ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবি দুটিতে রিয়াজ-পূর্ণিমা জুটি দর্শককে নতুনত্ব দিয়েছিল। এ ছবিতেও যদি তাদেরকে পাই, তাহলে এটা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের হবে। এখন শেষপর্যন্ত কী হয়, সেটাই দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।