Advertisement
বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডাবল হিসেবেই খ্যাত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট এবং বল হাতে তিনি দেখিয়েছিলেন একের পর এক তান্ডব। তবে বিশ্বকাপের পর থেকেই আনফিট তিনি।
আর কখনোই যে ফিট হয়ে খেলা হবে না তার। এমনটাই জানিয়েছে বিসিবির ফিজিও। অনেক দিন ধরেই কাধেঁর ইনজুরিতে আছেন দলের সিনিয়র প্লেয়ার মাহমুদউল্লাহ রিয়াদ। আজ ফিজিও থেকে বলা হয়, সম্পুর্ণ ফিট হয়ে কখনোই আর ক্রিকেট খেলতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের কাধেঁর ইনজুরি অনেক ভোগান্তি নিয়ে এসেছে তার জন্য। ব্যাটিং ও বোলিং করতে পারলেও, ফিল্ডিং করার ক্ষেত্রে অনেক সমস্যায় পরতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।
বিসিবি চিকিৎসক দেবাশিষ জানালেন, “আর কখনোই শতভাগ ফিট হয়ে খেলতে পারবেন নাহ মাহমুদউল্লাহ রিয়াদ”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



