বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ৮০ ওয়াটের সুপারডার্ট চার্জিং প্রযুক্তিসহ বাজারে এসেছে রিয়েলমির নতুন স্মার্টফোন জিটি নিও ৩টি। চীনের বাজারে আগস্টে উন্মোচিত হয়েছে ডিভাইসটি। এখন ভারতেও পাওয়া যাচ্ছে ৫জি কানেক্টিভিটির ফোন জিটি নিও ৩টি। প্রতিষ্ঠানটির দাবি, ৮০ ওয়াটের সুপারডার্ট চার্জিং টেকনোলজি থাকায় ফোনটি মাত্র ১২ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। শতভাগ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট।
রিয়েলমি জিটি নিও ৩টি ফোনটিতে রয়েছে ৬.৬২ ইঞ্চি ই৪ অ্যামোলিড ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাশাপাশি রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।
রিয়েলমির নতুন ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে এসেছে ৬ জিবি ও ৮ জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ ও ২৬৫ জিবি। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটের ব্যবস্থা আছে। চাইলেই স্টোরেজ বাড়িয়ে নেওয়া সম্ভব হবে। এই ফোনে একটি ডায়নামিক র্যাম এক্সপানশনের ব্যবস্থা রেখেছে রিয়েলমি। এর ফলে ফোনে থাকা র্যামের সাথে আরও ৫ জিবি ভার্চুয়াল র্যাম বাড়ানো সম্ভব হবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২।
ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ার প্যানেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। তার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
স্টেইনলেশ স্টিল ভেপার কুলিং প্লাস সিস্টেমের ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ভারতের বাজারে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৯ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতের বাজারে পড়বে ৩১ হাজার ৯৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৩ হাজার ৯৯৯ রুপি (ভারতে), বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা।
একনজরে রিয়েলমি জিটি নিও ৩টি এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৬২ ইঞ্চি ই৪ অ্যামোলিড ডিসপ্লে
প্রসেসর: কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর
র্যাম: ৬ জিবি ও ৮ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাক ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ফাস্ট চার্জিং: ৮০ ওয়াট সুপারডার্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।