সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে শিশুসহ ছিনতাই হওয়া সেই মাইক্রোবাসসহ শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে প্রথমে সিলেটের কদমতলী এলাকায় গাড়ি ফেলে দুষ্কৃতিকারীরা শিশু হালিমাকে (৫) নিয়ে পালিয়ে গেলে সাড়ে ৪টার দিকে ওই শিশুকেও উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার দুপুরের দিকে অভিভাবকরা গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে সাদা রঙের একটি মাইক্রোবাসে (নোহা) শিশুকে রেখে মিষ্টি কেনার জন্য গাড়ি থেকে একটু দূরে গেলে দুর্বৃত্তরা গাড়িটি নিয়ে চলে যায়। ছিনতাই যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো ৫৩-১২১৫। আর এ গাড়ির ভিতরেই বসে ছিলেন পাঁচ বছর বয়সী শিশু হালিমা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রথমে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় গাড়িটি পাওয়া যায়। এ সময় স্থানীয়রা গাড়িটিকে ধাওয়ায় করলে দুষ্কৃতিকারীরা শিশুকে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে আমাদের দক্ষিণ সুরমা থানা এবং ছাতক থানার যৌথ অভিযানে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।