বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা ও ভূ-রাজনৈতিক উত্তজনা নতুন এক মাইলফলক তৈরি করেছে। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথমবারের মতো বিশ্ববাজারে রুপার দাম প্রতি আউন্স ১০০ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সাথে বিনিয়োগকারীদের প্রবল চাহিদায় স্বর্ণের দামও প্রতি আউন্স ৫ হাজার ডলারের মনস্তাত্ত্বিক রেকর্ডের দোরগোড়ায় পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ০৫ শতাংশ বেড়ে ১০০ দশমিক ১ ডলারে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লন্ডন বাজারে রুপার মজুত কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে রুপাকে বেছে নিচ্ছেন। মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যান জানান, স্বর্ণের চাহিদা বাড়ার প্রভাবে রুপাও একইভাবে উপকৃত হচ্ছে।
রুপার পাশাপাশি স্বর্ণের দামও রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। এদিন স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯৫৯ দশমিক ৯৮ ডলারে লেনদেন হয়েছে, যা গতদিন রেকর্ড ৪ হাজার ৯৬৭ ডলার পর্যন্ত উঠেছিল। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর টানাপোড়েন এবং ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে সংশয় স্বর্ণের বাজারকে আরও চাঙ্গা করেছে। অন্যদিকে, প্লাটিনামের দাম ৪ দশমিক ২১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৪০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২ হাজার ১২ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক তাই ওং-এর মতে, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তায় স্বর্ণ ও রুপা এখন কেবল সাময়িক বিনিয়োগ নয়, বরং পোর্টফোলিও বৈচিত্র্য আনতে অপরিহার্য হয়ে উঠেছে। এছাড়া ডলারের ওপর নির্ভরতা কমিয়ে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতাও দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। বিনিয়োগকারীরা এখন অধীর আগ্রহে ২৭-২৮ জানুয়ারির ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে তাকিয়ে আছেন, যা পরবর্তী বাজার পরিস্থিতি নির্ধারণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


