যে কারণে রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করবে না হংকং

যে কারণে রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করবে না হংকং

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়ার এক ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হংকং। দেশটির প্রধান নির্বাহী জন লি বলেছেন, হংকং জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা অনুসরণ করতে দায়বদ্ধ। তবে ‘একতরফাভাবে’ কারো ওপর ‘একক বিচারব্যবস্থা’ আরোপ করার নিষেধাজ্ঞা তারা অনুসরণ করতে বাধ্য নন।

যে কারণে রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরি জব্দ করবে না হংকং
ফাইল ছবি

যে প্রমোদতরি নিয়ে এত কথা সেটির দাম ৫২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। তার মালিক আলেক্সি মোরদাশভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। গত সপ্তাহে মোরদাশভের সুপারইয়ট রাশিয়া থেকে হংকংয়ে যায়। তবে মোরদাশভ ঐ প্রমোদতরিতে অবস্থান করছেন না বলেই ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন ?চালানোর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন পুতিন-সংশ্লিষ্টতার কারণে মোরদাশভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। হংকং প্রশাসন বলছে, তারা এই নিষেধাজ্ঞা অনুসরণ করতে বাধ্য নন। মোরদাশভের বহুতল নর্ড সুপারইয়টটি প্রায় এক সপ্তাহ ধরে হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে অবস্থান করছে। সেটিতে রাশিয়ার পাতাকা উড়ছে।

লি বলেন, ‘আমরা জাতিসংঘ নিষেধাজ্ঞা মেনে চলব, এটাই আমাদের ব্যবস্থা, এটিই আমাদের আইনের শাসন।’ হংকংয়ের ওপর চীনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগে কড়াকড়ির কারণে লি নিজেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন।

সবাই বলতো আমার স্তন নেই, মসৃণ বুক : অনন্যা পাণ্ডে