আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর ‘রাসায়নিক’ অথবা ‘জৈব’ অস্ত্রের ব্যবহার নিয়ে তিনি উদ্বিগ্ন।
সিএনএনের সাংবাদিক ডানা বাস ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রকে প্রশ্ন করেন—ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাসায়নিক কিংবা জৈব অস্ত্রের ব্যবহার নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ-অবশ্যই। অবশ্যই আমরা উদ্বিগ্ন। তারা এখনি ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে।
সাবেক এই বক্সিং চ্যাম্পিয়ন বলেন, পুতিন বলেছিলেন- তার অভিযান সামরিক বাহিনীর বিরুদ্ধে। কিন্তু এখন আমরা দেখছি হাজার হাজার বেসামরিক নাগরিক এবং শিশু নিহত হচ্ছে। পুতিনের যুদ্ধ ইউক্রেনের সকল নাগরিকের বিরুদ্ধে।
কাঁচা বাদামের পর এবার দুর্দান্ত কবিতা বলে ভাইরাল বেলুন কাকু
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সতর্ক করেছেন, রুশ বাহিনী ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।