লাইফস্টাইল ডেস্ক : অনেকেই ত্বকের যত্নে প্রাধান্য দিয়ে ব্যবহার করেন গোলাপ জল। গোলাপ জল ত্বকের সুরক্ষায় দারুণ কার্যকরী। কিন্তু আপনি কি জানেন, এটি ভুল ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে?
মুম্বাইয়ের ‘স্কিনফিনিট অ্যাস্থেটিক স্কিন অ্যান্ড লেজার ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ও কসমেটিক ত্বক বিশেষজ্ঞ ডা. জয়শ্রী শারদ এ বিষয়ে বলেন, আমরা অনেকেই না জেনে ত্বকে গোলাপজলের ভুল ব্যবহার করি। যা করা ঠিক নয়।
ডা. জয়শ্রী শারদ আরও বলেন, ত্বকের পিএইচ’য়ের স্বাভাবিক মাত্রা নষ্ট হয় এমন উপকরণ গোলোপজলের সঙ্গে মেশানো উচিত নয়। ক্ষতিকারক উপকরণের মধ্যে তিনি এসেনশল অয়েল, প্রাকৃতিক অ্যাস্ট্রিনজান্ট সমৃদ্ধ উইচ হেইজল, বেইকিং সোডা, ভিনিগার বা লেবুর রস গোলাপজলের সঙ্গে মেশাতে নিষেধ করেন।
কারণ হিসেবে তিনি বলেন, গোলাপজলের সঙ্গে এসব মিশিয়ে ত্বকে ব্যবহার করলে পিএইচ’য়ের স্বাভাবিক মাত্রাই শুধু নষ্ট হয় না, ত্বক আগের তুলনায় বেশি সংবেদনশীলও হয়ে ওঠে।
এছাড়া ত্বকের সুরক্ষা স্তর নষ্ট হওয়ার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করে গোলাপজলের ভুল ব্যবহার। এতে ত্বকে ব্রণ ও ছোপ ছোপ কালো দাগও অনেকের ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে।
গোলাপজলের সঠিক ব্যবহার হিসেবে ডা. শারদ বলেন, গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করলে ত্বকের মলিনভাব ও শুষ্কতা কমে। তাই ত্বকের যত্নে গ্লিসারিনের সাথে গোলাপজল ব্যবহার করুন।
পরিষ্কার ত্বকে শুধু গোলাপজল তুলার সাহায্যে ব্যবহার করুন। এটি ত্বকের যত্নে টোনার হিসেবে দারুণ কাজ করে।
শুধু গোলাপজলও ত্বকে ব্যবহার করতে পারেন। কিন্তু কখনই ক্ষতিকারক উপকরণের সাথে গোলাপজল মিশিয়ে ত্বকে ব্যবহার করবেন না। এতে ত্বকের উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।