জুমবাংলা ডেস্ক: রাজধানীতে রূপালী ব্যাংকের হাটখোলা শাখার ৫৪ বছর পূর্তি উদযাপন ও ব্যাংকের নিজস্ব ব্র্যান্ডের অত্যাধুনিক মানের এটিএম বুথ পুনঃসজ্জা করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান এবং নতুন সাজে সজ্জিত বুথটি উদ্বোধন করেন।
এ সময় রূপালী ব্যাংকের এমডি গ্রাহকদের আরও উন্নততর সেবা দেয়ার জন্য শাখার কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম মো. শফিকুল ইসলাম।
ডিজিএম মোহাম্মদ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাটখোলা শাখার ব্যবস্থাপক খন্দকার সামছুল হক ইভান, ব্যাংকের উর্ধতন কর্মকর্তারাসহ শাখার গ্রাহক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।