নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্যাহ হারুন পাশা।
৩৪তম সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অরিজিৎ চৌধুরী, মো. রিজওয়ানুল হুদা, মো. খলিলুর রহমান, মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল বাছেত খান। এছাড়াও ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, কোম্পানি সচিব মোহাম্মদ নাজমূল হুদাসহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারগণ ভার্চুয়াল এজিএম-এ অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।