আন্তর্জাতিক ডেস্ক : বাবার কংফু ভঙ্গিমার ছবি ব্যবহার করায় এক চীনা ফাস্ট ফুড চেইনের বিরুদ্ধে মামলা করেছে প্রয়াত মার্শাল আর্ট তারকা ব্রুস লি’র কন্যা।
শ্যানন লি’র প্রতিষ্ঠান ব্রুস লি এন্টারপ্রাইজেস অভিযোগ করেছে, অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি লোগো হিসেবে কংফু ছবি ব্যবহার করেছে। দ্রুত এই ছবি অপসারণ এবং তিন কোটি মার্কিন ডলার জরিমানা দাবি করেছেন শ্যানন।
অবশ্য ফাস্ট ফুড চেইনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ তাদেরকে এই লোগো ব্যবহারের অনুমতি দিয়েছে।
রিয়েল কংফু নামের ওই রেঁস্তোরার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘জাতীয় ট্রেডমার্ক সংস্থা যাচাই-বাছাইয়ের পর এই লোগোর অনুমতি দিয়েছে। আমরা ১৫ বছর ধরে এই লোগো ব্যবহার করছি’।
ব্রুস লি’র কংফু ছবিগুলি বিক্রি এবং এর জন্য অনুমতি দেওয়ার বিষয়টি দেখভাল করে ব্রুস লি এন্টারপ্রাইজেস।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের প্রতিষ্ঠানটি ‘ ব্রুস লির শিল্প ও দর্শনকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ব্যক্তিগত বিকাশ, ইতিবাচক শক্তি, বৈশ্বিক সম্প্রীতি বৃদ্ধি এবং মার্শাল আর্ট শিল্পীর কর্মকান্ডকে জীবিত রাখতে নিবেদিত’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।