Advertisement
স্পোর্টস ডেস্ক : সিলেটে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন তামিম ইকবাল। এটি কেবল তামিমেরই নয়, ওয়ানডেতে বাংলোদেশের সর্বোচ্চ রানের ইনিংসও।
প্রথম ইনিংসে ব্যাটিং শেষে কথা বলেছেন তামিম। কি বললেন তিনি, ‘আমি আজ ভালো ব্যাটিং করেছি। ভালো ভাবে ব্যাটে-বলে কানেক্ট করতে পেরেছি। তবে আমি শুরুর দিকে কিছুটা ভাগ্যবান ছিলাম। এরপরে শুধু সেটা ধরে রাখতে চেয়েছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য টিম ম্যানেজমেন্ট ও আমার সতীর্থদের আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের দলের পরিকল্পনা ছিল উপরের পাঁচ ব্যাটসম্যানের যে কোনো একজন ন্যূনতম ৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করবে। আজকের দিনে দায়িত্বটা আমি পালন করেছি। মুশফিকও আজ দুর্দান্ত ব্যাটিং করেছে। এখন বাকি কাজ আমাদের বোলোরদের। আমাদের ভালো বোলিং করতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।