জুমবাংলা ডেস্ক : রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরাম।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ডার্মাটোলজি জার্নালিস্ট ফোরামের সদস্যরা রাজধানীর পশ্চিম পান্থপথে ন্যাশনাল স্কিন সেন্টারে তার চেম্বারে শুভেচ্ছা সাক্ষাৎ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সময়োপযোগী করে তোলার প্রতি গুরুত্ব দিয়েছেন। রোগী এবং চিকিৎসকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর জোর দেন।
এ সময় তিনি একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে হাসপাতালে ভালো সেবা প্রদানের প্রতিও জোর দেন। হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মানুষ যে বিভ্রান্তি হচ্ছেন তা নিরসনে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
ডা. এম ইউ কবীর চৌধুরী বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে। পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর জীবনের নিরাপত্তার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও হলি ফ্যামিলি হাসপাতালে রেড ক্রিসেন্টে আশ্রয় নিয়েছিল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে রোববার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক ডা. মোঃ উবায়দুল কবীর চৌধুরী। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ প্রদান করেন। তিনি আগামী তিন বছরের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।