রাজধানীতে পাঁচ বছর আগে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল তসলিমা বেগম রেণুকে। সেই মর্মস্পর্শী ঘটনা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছেন তরুণ নির্মাতা রাশেদুল ইসলাম রনি। ‘নো ল্যান্ডস টক’ নামের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
২০১৯ সালের ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করাবেন বলে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এ সময় তাকে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘ছাগল মতিউরকে আজকে ধরা হয়েছে, আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে’
নির্মাতা রাশেদুল ইসলাম রনি জানিয়েছেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আগামী ১৭ ও ১৯ জানুয়ারি প্রদর্শন করা হবে ‘নো ল্যান্ডস টক’। ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ও ১৯ জানুয়ারি শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে বিকাল ৫:৩০ মিনিটি ফিল্মটি দেখানো হবে। এর মাধ্যমে মবজাস্টিজের বিরুদ্ধে জনগনকে সচেতন করাই নির্মাতার লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।