জুমবাংলা ডেস্ক : গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স চার দশমিক ৫২ শতাংশ বেড়েছে। সরকার প্রবাসীদের বৈধপথে দেশে টাকা পাঠাতে দেওয়া নগদ ভর্তুকি বাড়ানোর পর জানুয়ারিতে রেমিট্যান্স বাড়লো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা এক দশমিক ৭০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের মাসের তুলনায় চার দশমিক ৫২ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৬২ বিলিয়ন ডলার।
এর আগে প্রবাসীরা ২০২১ সালের অক্টোবর মাসে এক দশমিক ৬৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিল, যা শেষের তিনমাসের মধ্যে সর্বোচ্চ ছিল।
সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৭২ বিলিয়ন ডলার।
যদিও আগের বছরের একই সময়ের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কমেছে ১৩ দশমিক ১২ শতাংশ। ওই মাসে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন, সরকার ঘোষিত বর্ধিত নগদ প্রণোদনা মূলত রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা দেখে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমানো রোধে ২০২২ সালের ১ জানুয়ারি সরকার বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য নগদ প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশে উন্নীত করে।
২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে রিজার্ভ। পরে এর পরিমাণ হ্রাস পেতে শুরু করে এবং চলতি বছরের ২৬ জানুয়ারি রিজার্ভ ৪৫ দশমিক ১৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।