Advertisement
চলতি নভেম্বরের প্রথম চার দিনে প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার।

এই প্রবাহ গত বছরের একই সময়ে আগত ২৯৫ মিলিয়নের তুলনায় ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি। এর মধ্যে শুধু ৪ নভেম্বরই দেশে এসেছে ১৩১ মিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগের অর্থবছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



