নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুর ও টাঙ্গাইল সীমান্তবর্তী সোনাখালি রেলক্রসিংয়ে ট্রাক আটকে পড়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে রেলক্রসিংটি অচল হয়ে পড়ে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক হঠাৎ গর্তে চাকা আটকে গিয়ে স্থির হয়ে যায়। চালক ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও যানটি সরাতে ব্যর্থ হন। রেললাইন বরাবর থাকা ক্রসিং অংশে বেশ কয়েকটি গভীর গর্তের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
এ বিষয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, “ট্রাকটি রেললাইনের ওপর আটকে থাকায় ওই রুট দিয়ে কোনো ট্রেন চলাচল সম্ভব নয়। যতক্ষণ না এটি সরানো যায়, ততক্ষণ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
ট্রেন চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গমুখী ও ঢাকাগামী ট্রেন যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক সরানোর চেষ্টা চলছে এবং যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের রাস্তাটি সংস্কার না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে। সড়ক ও রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই এ ধরনের সমস্যা বারবার দেখা দিচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাক সরানো সম্ভব হয়নি এবং রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।