কার রেসিংয়ের প্যাশন রয়েছে তামিল অভিনেতা অজিত কুমারের। বিভিন্ন জায়গায় রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাঁকে। কার রেসিংয়ে মনোযোগ দিতে অভিনয় কমিয়ে দিচ্ছেন অভিনেতা। শনিবার অজিত অংশ নেন কার রেসিং প্রতিযোগিতা দুবাই ২০২৫-এ। প্রতিযোগিতা শুরুর আগে অজিত জানান, এখন থেকে কার রেসিংয়ের মৌসুমে অভিনয় করবেন না।
দুবাই ২০২৫ রেসিং প্রতিযোগিতার নিয়ম ২৪ ঘণ্টার রিলে রেস। চারজন চালক গাড়ি চালাবেন ৬ ঘণ্টা করে। মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনুশীলনের সময় ১৮০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অজিত। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে যান অভিনেতা। তবে এ দুর্ঘটনা দমাতে পারেনি তাঁকে। অনুশীলন শেষে অংশ নিয়েছেন মূল প্রতিযোগিতায়।
অজিত এ প্রতিযোগিতায় শুধু চালক হিসেবে অংশ নেননি, দলও কিনেছেন। দলের নাম অজিত কুমার রেসিং। দুবাইয়ে রেসিংয়ে নামার আগে অজিত জানান, কার রেসিং নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এখন থেকে এখানেও থাকতে চান নিয়মিত। এ কারণে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কার রেসিং মৌসুমের সময় অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অজিত কুমার বলেন, ‘আমি মোটরস্পোর্টস নিয়ে নতুন করে পরিকল্পনা করছি। শুধু একজন চালক হিসেবে নয়, দলের মালিক হিসেবেও। বছরের যত দিন রেসিং সিজন চলে, সে সময় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হব না। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি সিনেমা করব। তবে যখন রেসিং নিয়ে থাকব, সে সময় অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’
১৯৯৩ সালে তামিল সিনেমা ‘অমরাবতি’ দিয়ে বড় পর্দায় কাজ শুরু অজিত কুমারের। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ ২০টির বেশি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে অজিতের নতুন সিনেমা ‘গুড ব্যাড আগলি’ মুক্তির তারিখ। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে অধীক রবিচন্দ্রন পরিচালিত সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।