স্বাস্থ্য খাতে ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’–এর ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্যবহারকারীরা এক্স (সাবেক টুইটার)–এ এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো সংবেদনশীল চিকিৎসাচিত্র বিশ্লেষণের জন্য গ্রোক ব্যবহার করছেন বলে জানা গেছে। মাস্ক এই প্রবণতাকে উৎসাহিত করেছেন।
তিনি জানিয়েছেন, গ্রোক এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি রোগনির্ণয়ে ভালো ফল দেখাচ্ছে। ব্যবহারকারীদের তথ্য বা ডেটা ব্যবহার করে গ্রোকের রোগনির্ণয় দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ফলে চ্যাটবটটি স্বাস্থ্যসেবা ক্ষেত্রে দ্রুত ফলাফল দিতে সহায়ক হতে পারে। তবে এই উদ্যোগ তথ্যের যথার্থতা, গোপনীয়তা এবং নৈতিকতা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
ইলন মাস্ক বলেছেন, গ্রোক চিকিৎসাচিত্র বিশ্লেষণ করে রোগ সম্পর্কে ধারণা দিতে পারে। তিনি জানিয়েছেন, এটি বর্তমানে যথেষ্ট সঠিক ফলাফল দিচ্ছে এবং চ্যাটবটটির আরও উন্নতির সম্ভাবনা রয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গ্রোক মস্তিষ্কের টিউমার থেকে শুরু করে হাড়ের ভাঙনের মতো বিভিন্ন ঘটনায় পরীক্ষা করা হয়েছে। কিছু ক্ষেত্রে গ্রোক সঠিক বিশ্লেষণ করেছে। আবার কিছু ক্ষেত্রে ভুল ফলাফলও দিয়েছে।
এক ব্যবহারকারী মস্তিষ্কের টিউমার বিশ্লেষণে গ্রোকের দক্ষতার প্রশংসা করেছেন। তবে আরেকজন জানিয়েছেন, চ্যাটবটটি একটি ভাঙা হাড়কে ভুলভাবে স্থানচ্যুত হাড় হিসেবে শনাক্ত করেছে। ফলে চিকিৎসকেরা এই প্রযুক্তিকে যাচাই করতে চেষ্টা করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, গ্রোকের মিশ্র ফলাফল প্রমাণ করে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি স্বাস্থ্য খাতে প্রয়োগ করা খুব সহজ কোনো বিষয় নয়।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel