স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ প্রান্তে অবস্থান করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন সময় তিনি পাড়ি জমিয়েছেন পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সিআর সেভেনকে ঘিরে আশায় বুক বেঁধেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। ফুটবল বিশেষজ্ঞ ও পণ্ডিতদের অনেকেও ভবিষ্যদ্বাণী করেছিলেন, এই মৌসুমে ইউনাইটেড লিগ শিরোপার লড়াইয়ে বড় দাবিদার হয়ে উঠবে। সেই বিশেষজ্ঞরাই এখন বলছেন, ম্যান ইউ একাদশে বড় সমস্যার নাম রোনালদো!
সাবেক ইংলিশ ফরোয়ার্ড ও স্কাই স্পোর্টসের ফুটবল বিশেষজ্ঞ পল মারসেনও বলেছেন, শেষ চারে থেকে লিগ শেষ করার ইচ্ছা থাকলে ইউনাইটেডের উচিত রোনালদোকে বাদ দেওয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এ মৌসুমে ২০টি ম্যাচ খেলেছেন রোনালদো। লিগে ১৫টি, চ্যাম্পিয়নস লিগে ৫টি। লিগে করেছেন ৮ গোল, করিয়েছেন ৩টি। চ্যাম্পিয়নস লিগে করেছেন ৬ গোল। সব মিলিয়ে ২০ ম্যাচে ১৪ গোল। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, রোনালদো গোল পাননি, এমন কোনো ম্যাচ জিততে পারেনি ইউনাইটেড!
তাহলে রোনালদোর ওপর খেপেছেন কেন বিশেষজ্ঞরা? ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে পল মারসেন বলেছেন, ‘ইউনাইটেড দলটার কথা যদি বলি, আমি মনে করি, রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়া উচিত। আমি জানি, এটা ঘটবে না, কিন্তু তার জায়গায় এদিনসন কাভানির খেলা উচিত, সঙ্গে জাডোন সাঞ্চো, মার্কাস রাশফোর্ড ও ম্যাসন গ্রিনউডের খেলা উচিত। দলের মধ্যে কিছু একটা সমস্যা তো চলছেই। আমার মনে হয়, পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে, যা তাদের (ম্যান ইউ) জন্য ভালো নয়।’
রোনালদো সম্প্রতি সাক্ষাৎকারে বলেছিলেন, ম্যান ইউতে নিজের পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট নন। মারসেন আরো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে কী আশা করা যায়, সেটাই বোঝার কোনো উপায় নেই। আমি মনে করি না, ওরা সেরা চারে থেকে মৌসুম শেষ করতে পারবে। এই মুহূর্তে তাদের অনেক পেছনে দেখা যাচ্ছে। যদি কোনোভাবে ওরা সেরা চারে থাকতে পারে, তাহলে বলতে হবে, মৌসুমটা দুর্দান্ত কেটেছে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।