রোবট মানুষের জীবনের জন্য হুমকি হতে পারে—এ রকম একটা কথা মুখে মুখে চলছে। কিন্তু এ রকম আশঙ্কার কোনো কারণ নেই। রোবট মানুষের তৈরি সফটওয়্যারে লেখা নির্দেশ অনুসারে চলে। অবশ্য একটু পার্থক্য আছে। সে বিভিন্ন ঘটনার পারস্পরিক সম্পর্ক, ক্রিয়া–প্রতিক্রিয়ার তুলনামূলক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।
কিন্তু যে রোবট রেস্তোরাঁয় স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অর্ডার নিয়ে খাবার পৌঁছে দেয়, সে কখনো কোনো অতিথির সঙ্গে ঝগড়াবিবাদে রাগ করে রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দিতে পারবে না। কারণ, সে রকম কোনো নির্দেশ সেই রোবটের সফটওয়্যারে থাকবে না। আর সফটওয়্যারে যেটা নেই, সেই কাজ সে করবে কীভাবে।
বরং একজন মানুষ রেস্তোরাঁয় কাজ করার সময় কোনো কারণে রেগে গিয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটালেও ঘটাতে পারেন। অবশ্য রোবট তৈরির সময় কেউ ষড়যন্ত্র করে এর সফটওয়্যারে দুর্ঘটনা ঘটানোর কোড ঢুকিয়ে দিতে পারেন। এ জন্য রোবট নয়, দায়ী সেই ব্যক্তি, যিনি সেই কোড রোবটে ঢুকিয়েছেন।
সেই অর্থে রোবট কোনো আতঙ্ক নয়। বরং আতঙ্কের ব্যাপার হতে পারে পারমাণবিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তন বা মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসা কোনো গ্রহাণুর আঘাত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।