বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রোববার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা ছাড়বে। ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
ওই এয়ার অ্যাম্বুলেন্সটির আজ শুক্রবার পৌঁছানোর কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডন যাবেন।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিক্যাল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশা-আল্লাহ আগামী রোববার ফ্লাই করবেন।
এদিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টার পর তিনি হাসপাতালে ঢোকেন। বিএনপি চেয়ারপারসনের লন্ডনযাত্রায় সঙ্গী হতে দেশে এসেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



