Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রোমাঞ্চকর জয়ে টিকে রইলো রিয়ালের স্বপ্ন
    খেলাধুলা ফুটবল

    রোমাঞ্চকর জয়ে টিকে রইলো রিয়ালের স্বপ্ন

    Md EliasDecember 11, 20243 Mins Read
    Advertisement

    সাম্প্রতিক ফর্মটাই বলে দিচ্ছিল মোটেও সহজ ম্যাচ হবে না রিয়াল মাদ্রিদের জন্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতালান্তাও কাঙ্ক্ষিত পারফরম্যান্সই উপহার দিয়েছে। সমানতালে লড়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে। তবে তিন তারকার জ্বলে ওঠার রাতে শেষ হাসি হাসল রিয়ালই। কিলিয়ান এমবাপেকে দিয়ে শুরু, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম গোল করে তাতে পূর্ণতা দিয়েছেন।

    রিয়ালের জয়

    আতালান্তার মাঠ গিউইস স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) রাতে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে স্পেন ও ইতালিয়ান দুই ক্লাব। যদিও বল দখল ও গোলের লক্ষ্যে শট– সবদিকেই এগিয়ে ছিল স্বাগতিক আতালান্তা। তবে রিয়ালেরও যে জয়ে ফেরাটা বড্ড বেশি প্রয়োজন ছিল। ফলে প্রতিপক্ষের তুলনায় আক্রমণে বেশ পিছিয়ে থাকলেও তারা জয় নিশ্চিত করেছে ৩-২ গোলে।

    আগের চার ম্যাচের তিনটিতেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রীতিমতো বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল লস ব্লাঙ্কোসরা। সেই শঙ্কা কিছুটা কমেছে কালকের জয়ে। একইসঙ্গে পয়েন্ট টেবিলের ২৪ থেকে তারা ১৮ নম্বরে উঠে এসেছে। যদিও এদিন ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে আতালান্তা শট নেয় ২০টি। এর মধ্যে তাদের ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে রিয়াল ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৬টি। তবে তাদের জন্য স্বস্তির এমবাপে, ভিনি ও বেলিংহ্যামের একসঙ্গে জ্বলে ওঠাটা!

    ম্যাচে একাধিকবার লিড নিয়েও আতালান্তাকে ঠিক দমিয়ে রাখতে পারছিল না রিয়াল। তবে এদিন শুরু থেকেই কার্লো আনচেলত্তির দল ছিল আক্রমণাত্মক। এমবাপে শুরুর প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর দশম মিনিটে দলের পক্ষে লিড এনে দেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এ নিয়ে তিনি রিয়ালের টানা দ্বিতীয় ম্যাচে গোলের দেখা পেলেন। একইসঙ্গে ইউসিএলে তার গোলেরও ফিফটি পূর্ণ হয়ে গেল।

    তবে সেই এমবাপেই পরে রিয়ালকে দুঃসংবাদটা দেন। ম্যাচের ৩৬তম মিনিটে কাঁধে চোট নিয়ে তিনি মাঠ ছাড়েন। ফলে তার বদলি হিসেবে মাঠে নামেন চোট থেকে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপরই ফের ধাক্কা খায় রিয়াল। বক্সে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে অঁহেলিয়া চুয়ামেনি নিজের হলুদ কার্ডের সঙ্গে পেনাল্টিও উপহার দেন। আতালান্তার বেলজিয়ান ফরোয়ার্ড চার্লস ডি কেটেলার স্পটকিকে গোল করে সমতা ফেরান। ১-১ স্কোর নিয়ে বিরতিতে যায় দুই দল।

    দ্বিতীয়ার্ধে নেমে মরিয়া রিয়াল ফের লিড নেয় ৫৬তম মিনিটে। যদিও এর আগে পরপর আক্রমণে তাদের রক্ষণে ভীতি ছড়িয়ে ফেরে স্বাগতিকরা। এরপর তাদের ভুলেই সুযোগ পেয়ে যান ভিনিসিয়ুস। বক্সে বল পেয়েই প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চোট কাটিয়ে ফিরেই তিনি গোল ও অ্যাসিস্ট দুই জায়গাতেই দলের জয়ে ভূমিকা রেখেছেন। দ্বিগুণ লিড নেওয়ার মিনিট তিনেক পরই ফের রিয়ালের গোল। ভিনির বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে নিচু ও কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ইংল্যান্ড মিডফিল্ডার বেলিংহ্যাম।

    রিয়ালের উৎসবে বিরতি দিয়ে ম্যাচে ব্যবধান কমায় আতালান্তা। ৬৫তম মিনিটে বক্সে লুকাস ভাজকেসের বাধা সামলে আদেমোলা লুকমান নিচু জোরাল শট নেন। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া যার নাগাল পাননি। ৩-২ স্কোর গড়ে একের পর এক আক্রমণে আতালান্তা স্প্যানিশ জায়ান্টদের চেপেও ধরেছিল প্রায়। তবে সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত তারা আর স্কোরলাইন বদলাতে পারেনি। রিয়াল স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।

    অন্তঃসত্ত্বা অবস্থায় শ্যুটিং, অসুস্থ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

    এই জয়ে রেকর্ড ১৫ বারের শিরোপাধারী রিয়াল ছয় ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠে এসেছে। পরাজিত আতালান্তা পাঁচ থেকে নয়ে নেমে গেল। অন্যদিকে, এখনও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল, সমান ম্যাচে তাদের পয়েন্ট ১৮।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    খেলাধুলা জয়ে টিকে ফুটবল রইলো রিয়ালের রোমাঞ্চকর স্বপ্ন
    Related Posts
    মেসির হ্যাটট্রিক

    মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়

    October 19, 2025
    হ্যারি কেইনের ৪০০তম গোল

    হ্যারি কেইনের ৪০০তম গোলে বায়ার্নের জয়

    October 19, 2025

    বিমান হামলায় সীমান্তে ক্রিকেটার নিহত, পাকিস্তানকে বয়কট আফগানদের

    October 19, 2025
    সর্বশেষ খবর
    মেসির হ্যাটট্রিক

    মেসির হ্যাটট্রিকে মায়ামির বড় জয়

    হ্যারি কেইনের ৪০০তম গোল

    হ্যারি কেইনের ৪০০তম গোলে বায়ার্নের জয়

    বিমান হামলায় সীমান্তে ক্রিকেটার নিহত, পাকিস্তানকে বয়কট আফগানদের

    রিশাদের বাংলাদেশ

    রিশাদের রেকর্ড গড়া বোলিংয়ে জিতল বাংলাদেশ

    আফগানিস্তান

    পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ প্রত্যাহার করলো আফগানিস্তান

    নেইমান জুনিয়র

    ইউরোপে ফেরা নিয়ে গুঞ্জন, ফিটনেস ফিরে পাওয়ার মরিয়া চেষ্টায় নেইমার

    চাইনিজ

    অর্পিতাদের এশিয়ান কাপ স্বপ্ন শেষ, চাইনিজ তাইপের বিপক্ষে ৫-০ গোলের হার

    সায়ান

    রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে হারাল ১৪ বছর বয়সী সায়ান

    ক্রিকেটার নিহত

    পাক হামলায় স্থানীয় ৩ ক্রিকেটার নিহত, পাকিস্তানে না খেলার ঘোষণা আফগান বোর্ডের

    টেস্ট টোয়েন্টি

    টেস্ট ও টি–টোয়েন্টির নিয়ম মিলিয়ে আসছে ক্রিকেটের নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.