রোম্যান্টিক ওয়েদারে নৌকাবিহারে প্রেমে মাখামাখি শ্রীমা-ইন্দ্রনীল!

বিনোদন ডেস্ক : ফটোগ্রাফি, সেলফির মতো হাল ফ্যাশননের রিল ভিডিয়ো তৈরি করতে জুড়ি মেলা ভার রুপোলি দুনিয়ার তারকাদের। বড় পর্দা থেকে ছোট পর্দার স্টারদের রিল ভিডিয়ো দেখতে মুখিয়ে থাকে সোশ্যাল মিডিয়ার সদস্যরা। টেলি দুনিয়ার সেলেবরা এই ক্ষেত্রে যেন একটু বেশিই অ্যাডভান্স। সে কথা কিন্তু, আজ আর বলার অপেক্ষাই রাখে না। গাঁটছড়া খ্যাত শ্রীমা ভট্টাচার্যর রিল কিন্তু সোশ্যালে একেবারে সুপারহিট। নিত্য নতুন রিল তৈরি করে ভক্তদের দিল জিতে নেন শ্রীমা। উল্লেখ্য, বেশিরভাগ সময়ই কে আপন কে পর খ্যাত ইন্দ্রনীলের সঙ্গেই দেখা যায় তাঁকে। তাঁদের প্রেম পেজ থ্রি-র হট কেক। সম্প্রতি সামনে এল আরও এক চমকপ্রদ ভিডিয়ো। যুগলকে একসঙ্গে দেখা না গেলেও, তাঁরা যে একই জায়গা থেকে রিলটি বানিয়েছেন সেটা একেবারে স্পষ্ট।

গাটছড়া ধারাবাহিকের দ্যুতির চরিত্রে সকলের কাছে প্রিয়। ইন্ডাস্ট্রির গুঞ্জন, কে আপন কে পর খ্যাত নায়ক ইন্দ্রনীল ভট্টাচার্যর সঙ্গে প্রেম করছেন শ্রীমা। যদিও এই বিষয়টা কখনই স্বীকার করতে চাননি অভিনেত্রী। বরং এই সময় ডিজিটালের তরফে তাণর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, আমরা ভালো বন্ধু। অনেকের সঙ্গেই রিল বানাই, শুধু ইন্দ্রনীলকে নিয়েই চর্চা হয়।

যদিও এই কথা মানতে নারাজ ভক্তরা। তাঁদের এই জুটিটা বাংলা ধারাবাহিকের দর্শকের বেশ পছন্দের। প্রায়ই ইনস্টাগ্রামে যুগলের ভিডিয়ো দেখা যায়। তাঁদের লাভিডাভি ভিডিয়ো দেখে নেট নাগরিকদের একাংশের দাবি, তাঁরা প্রেমই করছেন। তা হলে এত রোম্যান্টিক ভিডিয়ো কখনও তৈরি করা যা না। তাঁদের প্রেম নিয়ে চর্চার মাঝে এবার প্রিন্সেপ ঘাটে একসঙ্গে ধরা দিলেন তারকা যুগল। তবে একটু অন্যভাবে।

দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে দেখা যাচ্ছে, শ্রীমা-ইন্দ্রনীল দুজনেই নৌকাবিহারে গিয়েছেন। কমেন্ট বক্সে জুটির ভক্তরা লিখেছেন, এটা তো প্রিন্সেপ ঘাট। ব্যাকগ্রাউন্ড দেখে তো সেটাই মনে হচ্ছে। দুজনে একসঙ্গে কোনও রিল শেয়ার করেননি। শ্রীমা লাভ আজ কাল ছবির দিল কা ওয়াহাম নেহি হ্যায়, পানা হ্যায় তুমকোর তালে রোম্যান্টিক রিল শেয়ার করেছেন।

সেই একই ব্যাকগ্রাউন্ড থেকে কলকাতার প্রতি ভালোবাসা জানিয়ে একটি রিল বানিয়েছেন। দুজনে আলাদাভাবে নিজেদের ইনস্টাগ্রামে রিল শেয়ার করলেও নেট নাগরিকদের নজর কিন্তু, বিষয়টা মোটেই এড়ায়নি। শ্রীমার রিলের কমেন্ট বক্সে তাঁর প্রশংসা করেছেন ভক্তরা। ঠিক একইভাবে গঙ্গাবক্ষে ইন্দ্রনীলকে দেখে খুশি তাঁর ভক্তরা। তবে লাইফ জ্যাকেট পরার জন্য ট্রোলড হয়েছেন শ্রীমার চর্চিত প্রেমিক।