রোলেক্স ঘড়ি ধার নিয়েছিলেন পেরুর প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : চরম বিপাকে পড়েছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তে। বিলাসবহুল ঘড়ি ও গয়না ব্যবহারের পর তার ওপর চলছে পুলিশি তল্লাশি। এবার নিজের ব্যবহৃত দামি সম্পত্তির বিষয়ে মুখ খুললেন তিনি।

বালুয়ার্তে বলেছেন, তার নামিদামি ব্যান্ডের ঘড়িগুলো বন্ধুর কাছ থেকে ধার নিয়েছেন। তবে তিনি পাশাপাশি এও স্বীকার করেছেন এই ধার করাটা তার ঠিক হয়নি। অভিযুক্ত হওয়ার এক সপ্তাহ পর এ বিষয়ে মুখ খুললেন তিনি। সীমিত সরকারি বেতনে কিভাবে রোলেক্স ঘড়িসহ দামি জিনিসপত্র ব্যবহার করেন এ নিয়ে প্রশ্ন করা হয় প্রেসিডেন্টকে।

এর আগে বালুয়ার্তে বলেছিলেন, এগুলো তার পরিশ্রমের টাকায় কেনা। কিন্তু শুক্রবার জিজ্ঞাসাবাদে সুর পালটে তিনি বলেন, একটি ছাড়া বাকি সবকটি ঘড়িই তার বন্ধু ধার দিয়েছে। তার বন্ধুর ধারণা ছিল, প্রেসিডেন্ট দিনা ঘড়িগুলো পরলে দেশজুড়ে প্রচার-প্রসার হবে। গত বছর থেকেই দিনার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে দেশটির। এবার দুর্নীতির অভিযোগে নতুন করে রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছেন তিনি।