
জুমবাংলা ডেস্ক : র্যাব পরিচয়ে রাজধানীর উত্তর বাড্ডার চ-৫৫/১ নম্বর ভবনের ছয় তলায় নিজের অফিস থেকে রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠনের অন্যতম সংগঠক দিদার ভুঁইয়াকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পূর্ব মুহুর্তে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাবের লোক বলে দিদার ভুঁইয়ার অফিসে আসেন। অজ্ঞাত ওই ব্যক্তিরা দিদার ভুঁইয়াকে নিয়ে যান। একইসঙ্গে তার অফিসের দুটি সিপিইউ, একটি ল্যাপটপ এবং একটি মোবাইল নিয়ে যায়।
দিদার ভুঁইয়ার বোনের স্বামী জাকির চৌধুরী জানান, তাকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওই ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে দিদার সপরিবারে থাকতেন। কি কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে- তা তারা জানেন না। দিদার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রচিন্তা ও পরিবর্তন চাই সংগঠনের হয়ে সরকারের নানা কাজের সমালোচনা করে পোস্ট দিতেন। এ কারণে তাকে তুলে নেওয়া হতে পারে বলে শঙ্কা করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।