গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে লকডাউন অমান্য করায় তিন জনকে মোট ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৭ জুন) গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন।
জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা, বেআইনিভাবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানা ইত্যাদি বন্ধে সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন ক্যাপ্টেন মাহির, এএসআই জাফরসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।