জুমবাংলা ডেস্ক : বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান এখন ২৩ নম্বরে, যেখানে ২১ মার্চও ঢাকা বায়ুদূষণের শীর্ষে ছিল। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদনে এতথ্য প্রকাশ করা হয়।

এদিকে, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ আছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। কার্যত ‘লকডাউনে’ আছে দেশ। যে কারণে একিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্সে বেলা ৩টায় দূষণের দিক থেকে বিশ্বে ঢাকার অবস্থান ছিল ২৯ নম্বরে।
তবে, বিকালের দিকে শহরে যানবাহনের চলাচল বেড়ে যায়। ফলে বিকাল ৫টায় ইনডেক্সে ঢাকার অবস্থান নেমে ২৫ আর সন্ধ্যা ৭টার দিকে ২৩ হয়।
এবিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, করোনা আতঙ্কে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে যান চলাচল ও নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। বেশির ভাগ শিল্পকারখানায়তেও চলছে ছুটি। এ কারণেই বাতাসের দূষণ অনেক কমে গেছে। তাই বায়ুর মানের এমন উন্নতি হয়েছে।
ঢাকা আবার আগের অবস্থায় ফিরে গেলে হয়তো বৈশ্বিক হিসাবে এ শহরের বায়ুর মান আগের অবস্থায় ফিরে যাবে। তবে বিদ্যমান আইন ও বিধিবিধান প্রয়োগের পাশাপাশি নাগরিকরা সচেতন ও আন্তরিক হলে অপেক্ষাকৃত মানসম্মত বায়ু নগরবাসীর পক্ষে পাওয়া সম্ভব হবে বলেও মনে করছেন, বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


