আন্তর্জাতিক ডেস্ক : করোনা আতঙ্কে সারা ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই সময় লোকজন যাতে রাস্তায় ভীড় না জমায়, সে জন্য সদা সতর্ক পুলিশ। কিন্তু তবুও কিছু মানুষ বেরিয়ে পড়ছেন রাস্তায়। সেই সব মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ রাস্তায় যা করছে, সেই ঘটনার ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে মঙ্গলবার পোস্ট করেছেন তাঁরা।
২১ সেকেন্ডের সেই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ‘‘করোনা তোমার জন্য অপেক্ষা করছে, বাড়ি থেকে বার হবেন না।’’ পোস্ট করার পর সেই ভিডিও দেখেছেন প্রায় ১৫ হাজার ইউজার।
সেখানে দেখা যাচ্ছে, হেলমেট না পরে বাইরে বেরনো এক বাইক আরোহীকে ধরেছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাঁদের মাথায় রয়েছে করোনাভাইরাসের মতো দেখতে হেলমেট। এক পুলিশ কর্মী চেপে বসেছেন তাঁর বাইকে। অন্যজন তাঁকে করোনা হেলমেট পরানোর চেষ্টা করছেন। আরোহী ভয় পাচ্ছেন সেই হেলমেট দেখে। এ সময়ই সেখানে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা শাঁখ, কাঁসর বাজাচ্ছেন।
#stay at home #maintain social distance pic.twitter.com/03iXMsH7iS
— SADASHIVANAGAR TRAFFIC PS (@ssnagartrfps) March 31, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।