জুমবাংলা ডেস্ক: ঢাকার মিরপুরে চিড়িয়াখানার প্রাণীরা লকডাউন বেশ ভালোই উপভোগ করছে বলা যায়। খবর বিবিসি বাংলার।
জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়ার পর সেখানে পশুপাখির সন্তান জন্ম দেওয়ার ঘটনা বেড়ে গেছে।
কর্মকর্তারা বলছেন, লকডাউনের চার মাসে ৫০টি বাচ্চা প্রসবের ঘটনা ঘটেছে যা একটি রেকর্ড। তার মধ্যে রয়েছে জিরাফ, জেব্রা, গাধা। অস্ট্রিচ ও ময়ূরের ডিম থেকেও বেশ কিছু বাচ্চা ফুটানো হয়েছে।
“দর্শনার্থী না থাকার কারণে প্রাণীরা ঠিক মতো তাদের খাবার খাচ্ছে, ভিড় না থাকায় তারা সন্তান প্রসবের কাজও করতে পারছে,”বার্তা সংস্থা এএফপিকে বলেছেন জাতীয় চিড়িয়াখানার একজন কর্মকর্তা নূরুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


