বিনোদন ডেস্ক : বিশ্ব যেনো স্থবির হয়ে পড়েছে। এক করোনা ভাইরাস পুরো বিশ্বকে নিরব করে দিয়েছে। দেশে দেশে চলছে লকডাউন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ভারতেও চলছে লকডাউন। বলিউড তারকারা সোস্যাল মাধ্যমে নানাভাবে দেশবাসীকে সচেতন করছেন।
লকডাউনের এই পরিস্থিতিতে বলিউড ভাইজান সালমান খান ইতোমধ্যে ২৫ হাজার অসচ্ছল মানুষের দায়িত্ব নিয়েছেন। তাদের আর্থিক সহায়তা দিচ্ছেন।
এই বলিউড ভাইজানের একটা ভিডিও শুক্রবার ভাইরাল হয়েছে সোস্যাল মাধ্যমে। যাতে ঘাস খেতে দেখা যাচ্ছে তাকে। লকডাউনে ২৫ হাজার মানুষের দায়িত্ব নেয়া সালমান কেনো ঘাস খাচ্ছেন?
সালমান নিজেই ভিডিও পোস্ট করেছেন। জানিয়েছেন, নিজের ‘প্রেমের’ সঙ্গে তিনি ব্রেকফাস্ট সেরেছেন।
‘প্রেম’ বলতে এখানে নিজের পোষ্য ঘোড়াকে বুঝিয়েছেন সালমান। যাকে সকালে ঘাস খাওয়াতে গিয়ে নিজেও মজার ছলে ঘাসে কামড় বসিয়ে দেন! খেতে খেতে আবার তাকে বলতে শোনা যায় ,’ইটস ড্যাম গুড ইয়া..’! সেই ঘটনা ধরা পড়েছে এক ভিডিওতে। আর সেই ভিডিও সালমান পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
সালমান খান নিজে বহু ছবিতেই ‘প্রেম’ নামক চরিত্রে অভিনয় করেছেন। তবে সালমানের জীবনে ‘প্রেম’ কে, তা নিয়ে বহু জল্পনা আছে। সকালে ভাইজান যখন লেখেন, ‘ ব্রেকফাস্ট করছি আমার প্রেমের সঙ্গে’ তখন ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



