
বিনোদন ডেস্ক: ফেসবুকে পরিচয়, অবশেষে পরিণয়। গত বছরের মার্চে যখন বিধি-নিষেধ শুরু হয়, তখন বাসায় অলস সময় কাটাচ্ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। সে সময়ই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তরুণী তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে পরিচয় হয় তার।
দেখতে দেখতে কেটে গেছে একটি বছর। এই এক বছরে নিজেদের মধ্যে বোঝাপড়া সেরে নিয়েছেন তারা। চলেছে মন দেয়া-নেয়া। সিদ্ধান্ত নিয়েছেন সারাজীবনের সঙ্গী হওয়ার। গেলো ৭ জুলাই ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিলয়ের উত্তরার বাসায় সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
হৃদি গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বাসা ঢাকার মগবাজারে। গ্রামের বাড়ি ভোলায়। গত বছরের লকডাউনে তাদের পরিচয়, চলতি বছরের লকডাউনে সম্পর্কের শুভ পরিণয়। বুধবার (১১ আগস্ট) বিয়ের খবরটি জানান নিলয়। নিজের ফেসবুকে শুভ কাজের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা। বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটাগরিকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নব-দম্পতি।
নিলয় জানিয়েছেন, তার বোন অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তবে সম্ভব হলে সেই আয়োজনের আগেই ঢাকার বাইরে মধুচন্দ্রিমায় যাবেন নব-দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



