Advertisement
বিনোদন ডেস্ক : মা হারালেন বলিউড অভিনেতা আলি ফজল। বুধবার সকালে লখনউতে নিজের বাড়িতেই মারা যান এই অভিনেতার মা। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
আলি এখন মুম্বাইতে আছেন। লকডাউনের কারণে লখনউ গিয়ে মাকে শেষবারের মতো দেখতে পারলেন না তিনি। মাকে নিয়ে টুইটারে আবেগঘন পোস্ট করেছেন আলি। অভিনেতা লিখেছেন, ”আপনার জন্যই বেঁচে থাকবো। মিস ইউ আম্মা। আমাদের সফর এতটুকুই ছিল, জানিনা কেন। আপনি আমার সৃষ্টিশীলতার উৎস ছিলেন। আমার সবকিছুই আপনি। আর শব্দ নেই আমার, ভালোবাসা।’
এর আগে, আলির মুখপাত্রর তরফ থেকে তার মায়ের মৃত্যুর সংবাদ জানানো হয়। বলা হয়, কঠিন এই সময়ে আলির ব্যক্তিগত সময় প্রয়োজন। তাকে যেন সেটা দেয়া হয়, সেই ব্যাপারে অনুরোধ করা হয়েছে।
আলিকে শেষ দেখা গিয়েছে ‘প্রস্থানম’-এ। গত বছর সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।