জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং রামগতি উপজেলার বড়খেরী ও চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীন ভাবে বিকেল ৪ টায় শেষ হবে।
এ তিন ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন এবং সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্ব্িদ্ধতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদরের দিঘলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সালাউদ্দিন চৌধুরী জাবেদ। স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে আছেন আলতাফ হোসেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৯৫৭ জন।
রামগতির চর আবদল্লাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. কামাল উদ্দিন। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে প্রার্থী হয়েছেন মো. বেলাল হোসেন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী ৭ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ২০ জন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৯৩৭ জন।
রামগতির বড়খেরী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ২ জন। তাদের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মো. হাসান মাকসুদ মিজান। স্বতন্ত্র হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবদুল খালেক মাসুদ। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১১ হাজার ৩৬১ জন।
সদর উপজেলার দিঘলী ও রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে এবং চর আবদল্লাহ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে রামগতিতে কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটে নাই। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।