জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুর সদর উপজেলায় এক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা ৬ লাখ টাকা আনতে গিয়ে খুন হয়েছেন আলমগীর হোসেন নামে এক ব্যবসায়ী। খবর ইউএনবি’র।
বুধবার সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজার এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আলমগীর হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের শাইছা গ্রামের মৃত. বশির উল্যাহ’র ছেলে। তিনি রায়পুর পৌর শহরের শাহী হোটেল সংলগ্ন তানহা কম্পিউটারের মালিক।
নিহতের স্বজনরা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে গতকাল মঙ্গলবার বিকালে পাওনা ৬ লাখ টাকা আনতে যায় আলমগীর। এরপর রাত ৯টার পর থেকেই আলমগীরের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতেই খোঁজাখুজি করে তার সন্ধান পাননি পরিবার। আজ সকালে কাজির দিঘীর পাড় বাজার এলাকায় তার লাশ পাওয়া যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।