লক্ষ্মীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একজনের প্রাণহনি

জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুর জেলা সদরে মান্দরীতে আজ সকালে  হিমাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার  পাশে ডোবায় পড়ে একজন নিহত  এবং ৮ যাত্রী আহত হয়েছেন। মৃত ব্যক্তি  রামগতি  পৌরসভার  আলেকজান্ডার  এলাকার  সুজন গ্রামের  মো: মতলবের ছেলে মো: বাদশা (৪০) সে  বাসের সুপার ভাইজার ।

সকাল ৭টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মুটবী এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে । তারা হলেন  বাস স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন।

পুলিশ ও আহতরা জানায়, রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহণের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা বেপোরোয়া গতিতে বাসের সামনে চলে আসে। এতে সিএনজিটির রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার  পাশে ডোবায় পড়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃধুল কান্তি কুরী বলেন, দুর্ঘটনায় বাসের সুপার ভাইজার মারা গেছেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে। সূত্র: বাসস