জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা, পিপল অ্যান্ড ডেমোক্রেসি ও শেখ হাসিনা নির্বাচিত প্রবন্ধ’ বই বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে।
রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী।
কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাবেক কাউন্সিলর শাখাওয়াত হোসেন রাজু ও সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন আহম্মেদ।
পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। একই সময় করলে বঙ্গবন্ধু কর্ণার জন্য কলেজের প্রভাষক ফরিদ আহম্মদের হাতে বই তুলে দেওয়া হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।